মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি ডাকাত সাহেব আলী গ্রেফতার নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু

 

বাংলাদেশের প্রথম জেলা হিসাবে নারায়ণগঞ্জ আদালতে আনুষ্ঠানিক ভাবে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই দ্রুততম সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন ৭ জন আসামী। ১৬ অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম একজন আসামীর ই-বেলবন্ড গ্রহন করার মধ্য দিয়ে  ই-বেল বন্ডের কার্যক্রম শুরু হলো। এসময় তিনি বলেন,মাননীয় আইন উপদেষ্টা মহোদয়  বুধবার (১৫ অক্টোবর)  বাংলাদেশের প্রথম নারায়ণগঞ্জে ই-বেল বন্ড প্রবর্তন করার পর আজ বৃহস্পতিবার আমরা এর কার্যক্রম শুরু করেছি। তিনি বলেন,বিচারপ্রার্থী জনগন অচিরেই এর সুফল ভোগ করতে পারবে। এজন্য তিনি বিজ্ঞ আইনজীবী,আদালতের বেঞ্চসহকারী ও বিচারপ্রার্থী জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ড চালু হওয়ায় জামিন নামা জালিয়াতি এবং সকল ধরনের হয়রানী চিরতরে বন্ধ হবে ইনশাআল্লাহ।

নারায়নগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ ফোরকান ওয়াহিদ বলেন, ই-বেল বন্ডের মাধ্যমে প্রথম দিনেই দ্রুততম সময়ের মধ্যে জামিনে মুক্তি পেয়েছেন ৭ জন আসামী। তিনি বলেন,নির্ধারিত সময় বিকাল ৪ টার মধ্যে ১০ জন আসামীর ই-বেল বন্ডের মধ্যে ৭জন আসামী মুক্তি পেয়েছেন,বাকী ৩ জনের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাদের মুক্তি মেলেনি। এছাড়া নির্ধারিত সময়ের পর আরো ৭ জনের ই-বেল বন্ড পাওয়া গেছে,তারা শুক্রবার সকালে মুক্তি পাবেন। সব মিলিয়ে মোট ১৭ জন আসামীর ই-বেল বন্ড নারায়ণগঞ্জ কারাগারে এসেছে বলে তিনি গনমাধ্যমকে জানান। জেল সুপার মোঃ ফোরকান ওয়াহিদ বলেন, ই-বেল বন্ড চালু হওয়ায় স্বাক্ষর জাল করে আসামী জামিন করার ঝুকি কমবে এবং সময় সাশ্রয়ীসহ বিচারপ্রার্থী জনগনের ভোগান্তি লাঘব হবে।

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন,  সর্ব প্রথম বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ফতুল্লা থানার ৪৭(৪)২৫ মোকদ্দমার আসামি রায়হান ইসলামের জামিন মঞ্জুরের পর ই-বেল বন্ডের মাধ্যমে খুব সহজে ও বিনা হয়রানিতে বেল বন্ড পূরণ করে পাঠালাম। তিনি বলেন, ই-বেল বন্ড খুব সহজ একটি প্রক্রিয়া। আশাকরি সারা বাংলাদেশের আদালতে ই-বেল বন্ডের মাধ্যমে কোন প্রকার হয়রানি ছাড়া দ্রুত বেলবন্ড জেলা কারাগারে পৌছাবে এবং আসামি জামিন লাভের পর দ্রুত পরিবারের সদস্যদের কাছে ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত