রবিবার, ০৬ Jul ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
এনসিপি তে বিনা অনুমতিতে নাম দেওয়ায় ব্যবসায়ীর ক্ষোভ প্রকাশ দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধারা , সন্তানরা এদেশ রক্ষা করবে: ইব্রাহিম হোসেন অভিনেত্রী জ্যাকুলিন দুর্নীতি মামলা থেকে রেহাই পাচ্ছেন না এক কিডনির গ্রাম,কালাই উপজেলার বাইগুনি গ্রাম মাহফুজ বললেন জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’ মাহিরা কে বিক্রির পরিকল্পনা ছিলো অপহরণ চক্রের আশুরার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ : ন্যাপ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান হতে হবে : গোলাম মোস্তফা রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবক খুনের অভিযোগ  বিএনপি নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের শোকবার্তা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি, ফিটনেস বিহীন গণপরিবহন ও যত্রতত্র পার্কিং বন্ধে এবং মহাসড়কের পাশের ফুটপাতের অবৈধ স্থাপনাসহ দোকান-পাট উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী।

এসময় গণপরিবহন ও থ্রি হুইলারের বিরুদ্ধে ২৫টি মামলা করা হয় এবং শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এসময় বিএনপি নেতা ও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আইয়ুব আলী মুন্সির অনুপ্রেরনায় মাসুদ পারভেজ ও সবুজের নেতৃত্বে এ অভিযানে ছাত্র-জনতা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা সহায়তা করেন।
পুলিশ জানায়, সোমবার দিনব্যাপী মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজিসহ যত্র-তত্র পার্কিং এবং ফিটনেস বিহীন ও রোড পারমিট ফেল করা গণপরিবহনের বিরুদ্ধে এবং মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় সাইনবোর্ডে নারায়ণগঞ্জ লিংক রোড রাস্তা বন্ধ করে রাখা এবং উল্টো পথে চলাচল করায় বেশ কয়েকটি অটোরিকশা, সিএনজি আটক করা হয়। পাশাপাশি সাইনবোর্ড ও শিমরাইল মোড়ের অন্তত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিকী বলেন, আজকের অভিযানটি পূর্ব নির্ধারিত বিশেষ অভিযান। সারাদেশের ন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও এ অভিযান পরিচালিত হয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মহাসড়কে চলাচলকারী ব্যাটারী চালিত অটোরিকশা, সিএনজি বন্ধে এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে ও মহাসড়কের পাশের ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে দিনব্যাপী বিশেষ অভিযান চালানো হয়েছে। এসময় থ্রি হুইলার এবং গণপরিবহনের বিরুদ্ধে মোট ২৫টি মামলা করা হয়েছে এবং শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে হাইওয়ে পুলিশের পাশাপাশি ছাত্র-জনতা এবং কমিউনিটি পুলিশিং সদস্যরা সহযোগিতা করেছে। মহাসড়কের বিশৃঙ্খলারোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত