মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুনের মেয়ের মাদক সেবনের ভিডিও ভাইরাল

চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের কেয়ারটেকার কে মারধর, থানায় অভিযোগ দায়ের 

 

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবি করে তা না পেয়ে একটি ডেভেলপার্স কোম্পানীর কেয়ারটেকারের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে তাঁদের দাবিকৃত চাঁদা না দেয়ায় ওই কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণ নাশের হুমকিও দিয়েছেন চাঁদাবাজচক্র। এদিকে তাদের চাঁদাবাজির ঘটনা দামাচাপা দিতে উক্ত কোম্পানীর বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষ ও মাদক ব্যবসায়ীদের দিয়ে মানববন্ধনও করেছেন তারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় কোম্পানীর সহকারী প্রসাশনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, সানারপাড় এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৫), আল ইসলাম (৩০), মৃত: সাহাবুদ্দিনের ছেলে ইমরান (২৫), তার স্ত্রী আনোয়ারা (৪৫), মৃত: সাবেদ আলীর ছেলে আলী (২৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অবস্থিত সাজু ডেভেলপার্স কোম্পানী লিমিটেডের মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ওই এলাকার দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন, আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র ওই কোম্পানী থেকে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করেন।
তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কোম্পানীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এসময় ওই কোম্পানীর বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলে ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে গুরুতর আহত করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয় গত বছরের ১৭ আগষ্ট উল্লেখিত অভিযুক্তরা চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

এদিকে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু মুঠোফোনে সাংবাদিকদের জানান, আমি বিডিডিএল কোম্পানীর কাছ থেকে জায়গাটি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছি। অভিযুক্তরা বারবার আমার কাছে মোটা অংকের চাঁদাদাবি করে আসছে। তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে আমাদের মালিকানাধীন জমির রাস্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাঁদা দাবির বিষয়ে ওই কোম্পানীর এক কর্মকর্তা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত