রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে জাসাসের দোয়া মাহফিল


‎সিকু চাকমা:

‎ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের নাসিক ৪নং ওয়ার্ড কমিটির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে নেতাকর্মীরা দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, দুর্দিনে গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা এবং তার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন। তিনি বলেন, “দেশমাতা খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি জাতির গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। তার সুস্থতা আমাদের সবার কামনা।”

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাসাস ৪নং ওয়ার্ড কমিটির সভাপতি মোহাম্মদ মিলন শেখ, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
‎এছাড়াও উপস্থিত ছিলেন— মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই কিরণ,জেলাতরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম,জাসাস কমিটির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন,কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন,
‎অর্থ সম্পাদক অন্তর,দপ্তর সম্পাদক জসীমউদ্দীন,
‎সহ প্রচার সম্পাদক শাজাহান ও আসাদুল, ইয়াসিন, রুহুল আমিন, কাশেমসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
‎দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা দেশমাতার সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত