সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
আবু কাওছার
ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ভূমি অফিস-গোলাকান্দাইল মজিবর রহমান উচ্চ বিদ্যালয় সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল-হোরগাঁও সড়কে একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ এলাকাবাসীরা অংশ নেয়। মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনপূর্বক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া।
সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউপি সদস্য তপন কুমার ঘোষ, ইউপি সদস্য জামাল মিয়া, মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা আক্তার, একতা ব্লাড এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এ সড়কে প্রতিদিন শতশত গাড়ি চলাচল করে। পথচারী পারাপার হয়। আশপাশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সড়কে আসাযাওয়া করে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের রাস্তা পারাপার হতে হয়।
তাছাড়া প্রতি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী গোলাকান্দাইল হাট ও গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিস আসাযাওয়া করছে সাধারণ মানুষ। সড়ক ও জনপদ বিভাগ আন্ডারপাস তৈরি না করেই গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজ করছে। এ সময় বক্তারা আন্ডারপাস নির্মাণ করার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। এ সড়কে অবিলম্বে আন্ডারপাস নির্মাণ করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে।