আবু কাওছার
নবী কারিম সাঃ এর সীরাতকে সামনে রেখে মহিমান্বিত ক্যালিগ্রাফির আলপনা ক্যানভাসের বুকে ফুটিয়ে তোলার প্রত্যয়ে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত ‘সীরাত ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী ও লাইভ আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) বাইতুল মোকাররমে চলমান আন্তর্জাতিক ইসলামী বইমেলা প্রাঙ্গনে বিকেল ৫ টা থেকে বিজয়ী ক্যালিগ্রাফারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই স্থানে চলে লাইভ ক্যালিগ্রাফি আর্ট প্রদর্শনী, যেখানে অংশগ্রহণকারী শিল্পীরা মুগ্ধ
করেন দর্শনার্থীদের। সংগঠনের সভাপতি সাজু তাওহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ইসমাইল হুসাইন, সহ-সভাপতি উসামা হক, মুনতাসির মুন, মাহমুদুল হাসান, শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রতিযোগী ও শিল্পানুরাগী।
প্রতিযোগিতায় সেরা ক্যালিগ্রাফার হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন তোফায়েল আহমেদ। দ্বিতীয় স্থান লাভ করেন মোঃ রেদওয়ান এবং তৃতীয় স্থান অর্জন করেন রাসিফ হক। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ সম্মাননা হিসেবে আরও ১২ জন প্রতিভাবান ক্যালিগ্রাফার পুরস্কৃত হন।
তাদের মধ্যে রয়েছেন বেলায়েত হোসেন সাকিব, নাহিদুল ইসলাম, রাকিব হাসনাত, সামিউল্লাহ রিয়াদ, মাহমুদুস সামাদ জামি, তৌহিদ ওসমান অনু, হুমায়রা তাসনিম, সাবরিনা রিপা, সাফওয়ান আল মাহদী, ফাহমিদা লিমা, আব্দুল আজিজ এবং মোহাম্মদ বিন মাহমুদ। সকল বিজয়ীকে তাদের
অসাধারণ শিল্পনৈপুণ্যের জন্য আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ অর্থ সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সাজু তাওহীদ তার বক্তব্যে বলেন, “আমাদের এই সংগঠনটি গঠিত হয়েছে বাংলাদেশের তরুণ ও উদীয়মান ক্যালিগ্রাফারদের নিয়ে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ক্যালিগ্রাফির এই মহান শিল্পকে সামনে এগিয়ে নিতে একসাথে পথ চলার কোন বিকল্প নেই। এই লক্ষ্যেই আমরা চলমান রেখেছি তরুণ শিল্পীদের জন্য নানা বিশেষ আয়োজন। ‘সীরাত ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৫’ আমাদের সেই ধারাবাহিকতারই একটি অংশ।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার ও নগদ অর্থ। একই সাথে বইমেলায় অনুষ্ঠিত হয়েছে ক্যালিগ্রাফি আউটডোর, যেখানে অংশগ্রহণ করেছেন অসংখ্য প্রতিভাবান শিল্পী।"
উল্লেখ্য, ইসলামিক কালচারাল অর্গানাইজেশন নিয়মিতভাবে ইসলামী শিল্প ও সংস্কৃতি চর্চার জন্য নানা আয়োজন করে থাকে, যার মধ্যে ক্যালিগ্রাফি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।