সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মাহমুদকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জস্হ আটি ভূমি পল্লী আবাসন এলাকার প্রধান গেটের সামনে থেকে শনিবার (০২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (০৩ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আরিফ মাহমুদ (৩৫) সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার সিরাজ উদ্দিন সরকারের ছেলে। তিনি নাসিক ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, আরিফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে ১০৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। নতুন আরেকটি মামলা করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।