বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নাসিকের আলোচিত সাবেক কাউন্সিলর নূর হোসেনের ভাই নুর ছালাম গ্রেফতার রূপগঞ্জে বিজয় দিবস উদযাপন বিজয় দিবস উপলক্ষে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া সকল ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে : মিতা রহমান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হওয়া প্রয়োজন : ন্যাপ মহাসচিব শহীদ বুদ্ধিজীবি দিবসে শ্রদ্ধা, রাজনীতিকে মেধাশূণ্য করতেই হাদির উপর গুলি : ন্যাপ ওসমান হাদীর উপর গুলিবর্ষনের ঘটনায় বাংলাদেশ ন্যাপ’র উদ্বেগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু  মশা নিধনে মাসব্যাপী ঔষধ প্রদান  কর্মসূচি  ও লিফলেট বিতরণ 

 

সম্রাট আকবরঃ
   শনিবার (২৬ অক্টোবর)  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে ও নেতৃত্বে ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে সচেতনতায় মশার ঔষধ ছিটানো এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বটতলা থেকে মাসব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও  ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ১-১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আকতার হোসেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,  মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ, মেহেদী হাসান,  সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,  যুবদল নেতা সোহেল, শওকত সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেড়েছে এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিন অনেক মানুষ অসুস্থ হয়ে মৃত্যু বরন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে এবং মানুষের অধিকারের কথা বলে। দীর্ঘ ১৬বছর একটি জালিম সরকারের হামলা মামলা সহ্য করে ও আমরা  রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি । দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকে ও আমাদের নেতৃত্ব দিয়েছেন। তার দিক নির্দেশনা এবং নেতৃত্বে আমরা জুলাই এবং আগস্ট  বিপ্লবের মাধ্যমে এই জালিম সরকারের পতন ঘটিয়েছি। এখন বাংলাদেশ কে নতুন করে গড়ে তোলা আমাদের দায়িত্ব।  বর্তমানে একটি অন্তবর্তীকালীন সরকার থাকলেও তাদের জনবল এবং হাত অনেক দূর্বল। আমরা এই সরকার কে পরিপূর্ণ সাপোর্ট দিচ্ছি। কিন্তু এই সরকার কে একটি  যৌক্তিক সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্হা করতে হবে। যেই নির্বাচনে এই দেশের আপামর জনগণ ভোট দিতে চায় এবং তাদের পছন্দের প্রার্থী কে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত