dainik rswadesh
- ২৭ জানুয়ারী, ২০২৫ / ৮৩ বার পঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নাসিক ১নং ওয়ার্ড পাগলা বাড়ি, আলামিন নগর ও কদমতলীতে টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৭ জানুয়ারী) সকালে উক্ত এলাকাতে ঘুরে এসব তথ্য পাওয়া যায়। মিরাজ নামের এক ব্যক্তি তিতাস কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আদায় করেন বলে অভিযোগ এলাকাবাসীর।
নাসিক ১নং ওয়ার্ডে পূর্ব পাড়া পাগলা বাড়ি, আলামিন নগর ও বাতান পাড়া এলাকায় মিরাজ নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্মকর্তাদের নাম ভাঙিয়ে কয়েকশ বহুতল ভবনে অবৈধ গ্যাস সংযোগ ও অবৈধ অতিরিক্ত চুলা ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ পাওযা গেছে। মিরাজ দীর্ঘদিন ধরে পাগলা বাড়ি, আল আমিন নগর ও কদমতলী এলাকাতে অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে করে সরকার মাসে কোটি-কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
এলাকাবাসী জানায়, মিরাজ নামে এক ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ ও অতিরিক্ত চুলা ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আদায় করছে। মিরাজের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রকৃত বৈধ গ্যাস ব্যবহারকারীরা। উক্ত বিষয়ে তদন্ত করে মিরাজকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
সচেতন মহলের দাবি, উক্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভবন মালিক ও যারা অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হোক। সেই সাথে তিতাসের যেসব অসাধু কর্মকর্তারা এই অবৈধ কাজে জড়িত আছেন তাদের বিরুদ্ধে দুদকের হস্তক্ষেপ কামনা করছি।
উক্ত বিষয়ে জানতে মিরাজের মুঠোফোন কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, আমি মিরাজ নামে কাউকে চিনি না। উক্ত এলাকাগুলোতে অতি দ্রুত অভিযান করা হবে। সেই সাথে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। এই কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।