শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি স্মার্ট মোবাইলফোন, ৩০লক্ষ টাকা সমমূল্যের চেক, শামিম মিয়ার পাসপোর্ট ও ট্রেড লাইসেন্সসহ নগদ ১লক্ষ ৬১হাজার ৯শ’ টাকা উদ্ধার করা হয়েছে।

১৯জুলাই শনিবার ভোরে চনপাড়া এলাকার সন্ত্রাসী শামিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত