মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি ডাকাত সাহেব আলী গ্রেফতার নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু

রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার এলাকায় ভাড়াটিয়া জাহানারা বেগম(৩০) ও তার ছেলে নাঈম মিয়াকে(৯) মারধরের অভিযোগ উঠেছে। ১৮অক্টোবর শুক্রবার এ ঘটনা ঘটে। জাহানারা বেগম স্বামী ও সন্তানকে নিয়ে পৌরসভার মাসাবো গ্রামের রুবেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
পুলিশ জানায়, গত ১৬অক্টোবর রাতে জাহানারা বেগমের ছেলে নাঈম মিয়া রাস্তা পারাপারের সময় ছগীর মিয়ার বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের সাথে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নাঈম মিয়ার কোমরসহ শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছগীর মিয়া দ্রুত তার মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গত ১৭অক্টোবর আসামী ছগীর মিয়া দুর্ঘটনায় তার মোটরসাইকেলের ক্ষতিপূরণে জাহানারা বেগমের কাছে ৫০হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে আসামী ছগীর মিয়া জাহানারা বেগমের চুলের মুঠি ধরে মাথায়, তলপেটে ও শরিরের বিভিন্নস্থানে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তার ডাক-চিৎকার আশপাশের লোকজন ছুটে আসলে আসামী তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে জাহানারা বেগম ও তার ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যারে জাহানারা বেগম বাদী হয়ে মাসাবো এলাকার লতিফ মিয়ার ছেলে ছগীর মিয়াকে(৩২) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত