মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাবেক সাংসদ মমতাজ বেগম গ্রেফতার সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১ রামগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩ নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল

রূপগঞ্জে অটো ছিনতাই করতে গিয়ে আটক ৭

আবু কাওছার
 রূপগঞ্জে  অটোরিকশা ছিনতাই করার সময় ৭ মহিলাকে আটক করে  দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রবিবার (২৯ সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টানমুশুরী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গে‌ছে, কাঞ্চন ব্রীজ বাসস্ট্যান্ড থেকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে মোক্তার এর (৩১) অ‌টো‌রিকশায় ও‌ঠে বাচ্চা সহ ৭ মহিলা। পরে অটোরিকশা চালক তাদেরকে নিয়ে কিছুদূর যাওয়ার পর টানমুশুরী  এলাকায় পৌঁছালে অচেতন করার জন্য স্পে করে,  পরে অ‌টো চালক মোক্তার অটোরিকশা চালক বুঝতে পেরে চোর বলে চিৎকার দিলে ৭ মহিলাকে স্থানীয়রা ধরে ফেলেন। অটোচালক মোক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে ছিনতাইকারী চক্রের   ৭জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
এ সময় উৎসুক জনতা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবৎ দিন-দুপুরে এভাবেই কৌশলে  কোথাও যাওয়ার কথা বলে দলবেঁধে  অটো চালকদের সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় স্পে মেরে, অস্রের ভয় দেখিয়ে অটো নিয়ে যায়। এরকম ফাঁদে পড়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি খুঁইয়ে নি:স্ব হয়েছেন।
 রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বলেন ঘটনাটি শুনেছি  তবে সুস্থ তদন্তের  মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসবো ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত