জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর আফতাব নগরের বাসা থেকে কথা বলার জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে ডিএমপি’র পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। ডিএমপি’র ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা আছে, আমরা তা যাচাই করে দেখছি। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শফিকুল। এনায়েত করিম ‘সরকারবিরোধী’ ষড়যন্ত্রের মামলায় কারাগারে আছেন। গত ২০শে সেপ্টেম্বর মিন্টো রোড এলাকা থেকে এনায়েত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ তিনি ঘুরছিলেন বলে তখন জানিয়েছিল পুলিশ।