লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট মাহমুদ (৩৫) ও যুবলীগ নেতা সাফায়েত হোসেন সুজন (৩৮)কে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১২ মে) ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের আফসার উদ্দিন মুন্সী বাড়ীর (খাইল্লা বাড়ী) সামনের রাস্তা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সম্রাটকে আটক করা হয়।
অভিযানে একই বাড়ির ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সুজন কে আটক করে রামগঞ্জ থানা পুলিশ। সম্রাট মাহমুদ রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছুর ছোট ভাই এবং সুজন একই বাড়ীর ভাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ছেলে।
এছাড়া যৌতুক বিরোধী আইনে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবদুর রহিম (৫০) নামের একজনকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, সম্রাট ও সুজনের বিরুদ্ধে রামগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।