মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুনের মেয়ের মাদক সেবনের ভিডিও ভাইরাল

যুবক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ

 

আবু কাওছার

রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়ের(২০) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৮ফেব্রুয়ারি শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। তারাবো হাটিপাড়া এলাকায় মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় বক্তব্য রাখেন নিহত রাশেদুলের মা নাজমা বেগম, নিহত জুনায়ের আহমেদ হৃদয়ের মা রোশেদা বেগম, তারাবো পৌর বিএনপি’র সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ও তারাবো পৌর যুবদলের সভাপতি আফজাল কবির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিহত জুনায়েদ আহমেদ হৃদয় ও রাশেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় রাশেদুল ইসলাম(১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়(২০) গত ৫ফেব্রুয়ারি নিহত হয়। গতকাল ৮ফেব্রুয়ারি নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে ২৮জনকে নামীয় ও অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, তারাবো এলাকার দুই যুবক হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত