তৌরিদ হাসান :
“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ভাদুর ফুটবল প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার ভাদুর তরুণ ক্লাবের উদ্যোগে উপজেলার ভাদুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রামগঞ্জ সানরাইজ স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ২-০ গোলে চাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করে ভাদুর ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৪ (সীজন _১) এর চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষনায় ছিলেন বিশিষ্ট নাট্য নির্মাতা ও সমাজ সেবক লোকমান হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আবু আল হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক আদনান বিন নাসের।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাদুর তরুণ ক্লাবের উপদেষ্টা মো: মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দিদারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা, ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো: আল আমিন, বিশিষ্ট ব্যাবসায়ী আবু আল হোসাইন, ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাখাওয়াত হোসেন, মোয়াজ্জেম হোসেন পারভেজ, মেজবাহ উদ্দিন, ভাদুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী জামির হোসেন জায়েদ, ঢাকা ওয়াসার কর্মকর্তা মাসুদ আলম, সাবেক কৃতী ফুটবলার জামিল চৌধুরি, প্রীতি ট্যুর এন্ড ট্রাভেলসের এর চীফ রাসেল আহমেদ ফিরোজ, দরবেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব চন্দ্র কুরী, বিশিষ্ট সমাজ সেবক আদনান বিন নাসের, ভাদুর ইউনিয়ন ফুটবল দলের টীম ম্যানেজার সিপন আহমেদ, অগ্রনী ব্যাংক কর্মকর্তা হাসান ইফতেখার ও রাফাত হাসান।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণীর রেফারী এ এম এম সৈকত, রুবেল বড়ুয়া ও ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম শ্রেণীর ফুটবল রেফারি ও টুর্ণামেন্ট কমিটির কো- অর্ডিনেটর তৌরিদ হাসান।
আয়োজক কমিটির অন্যতম কো-অর্ডিনেটর সম্রাট আকবরের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় ফাইনাল খেলা। সম্রাট আকবর ও শাহাদাৎ হোসেনের প্রানবন্ত চমৎকার ধারাভাষ্যে কয়েক হাজার দর্শক ফ্লাড লাইটের আলোয় উপভোগ করেন ম্যাচটি। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন সানরাইজ স্পোর্টিং ক্লাবের সিহাব, ম্যান অফ দ্য টুর্ণামেন্ট (মোস্ট ইম্পেক্টফুল খেলোয়াড়) পুরস্কার লাভ করেন সিরন্দী ফুটবল একাদশের শাহেদ। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন আলোর প্রত্যয় টীমের মোবারক। ফেয়ার প্লে ট্রফি( মোস্ট ডিসেপ্লেনারি ও ভদ্র) জিতে নেয় রাজারামপুর স্পোর্টিং ক্লাব।
এ ছাড়াও আয়োজক কমিটির মাসুম, মোবারক, কামরুল, কাদের, রাকিব,রাহাত,নিঝুম,সজীব, ফাহিম,সিয়াম, শরীফ, তানভীর,সোয়েব,সালমান প্রমুখ এর সহযোগিতায় প্রায় ২৫ দিনের এই টুর্ণামেন্ট সাফল্যের সহিত সমাপ্ত হয়।
পরে বিজয়ীদের হাতে এল ই ডি স্মার্ট টেলিভিশন তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।