মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাবেক সাংসদ মমতাজ বেগম গ্রেফতার সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১ রামগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাসহ আটক ৩ নাসিক সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন রেজি:নং-২৩০২ এর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল

বিশ্ব পর্যটন দিবস পালন করলেন “সোনারগাঁ রয়েল রিসোর্ট”

তরিকুল ইসলাম :
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ যথাযথভাবে উদযাপিত হয়েছে । জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড পিস’ যার বাংলা প্রতিপাদ্য করা হয়েছে ‘পর্যটন শান্তির সোপান’। বিশ্ব পর্যটন দিবস-২০২৪ উপলক্ষে সোনারগাঁ রয়েল রিসোর্টে আগামী ১মাস ব্যাপি সর্বনিন্ম রুমের ভাড়া ৫৫০০ থেকে শুরু এবং সাথে থাকছে বাফেট ব্রেকফাষ্ট সুইমিংপুলসহ  দুপুরে বাফেট লাঞ্চ আয়োজন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর)   দিবসটি উপলক্ষে ইতিহাস ঐতিহ্য ঘেরা নগরী সোনারগাঁওয়ে অবস্থিত, স্বনামধন্য প্রতিষ্ঠান “সোনারগাঁ রয়েল রিসোর্ট বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করেন।
এসময় সোনারগাঁ রয়েল রিসোর্ট এর ডিজিএম খাইরুল কবির বলেন,  আমাদের প্রতিষ্ঠান সবসময় পর্যটক বান্ধব, পর্যটকদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের সেবামূলক কার্যক্রমের মধ্যে পর্যটকদের সেবা দিয়ে থাকি এবং আমাদের মূল লক্ষ্য হলো পর্যটনের ভূমিকা সম্পর্কে সবার মধ্যে জনসচেতনতা বাড়ানো।
এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়াও আমাদের  অন্যতম উদ্দেশ্য।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিজম’ ঘোষিত দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।
 ১৯৫০ সালে পৃথিবীতে পর্যটকের সংখ্যা ছিল মাত্র ২৫ মিলিয়ন; যা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৭০ মিলিয়নে। ধারণা করা হচ্ছে, এ বছর প্রায় ১৩৯ কোটি ৫৬ লাখ ৬০ হাজার পর্যটক সারা পৃথিবী ভ্রমণ করবেন। অর্থাৎ বিগত ৬৭ বছরে পর্যটকের সংখ্যা প্রায় ৫০ গুণ বৃদ্ধি পেয়েছে। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এ অর্থনৈতিক কার্যক্রমের পরিধি ব্যাপকতা লাভ করেছে। পর্যটনের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত