মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
তাছাড়া পাগলা মেরি এ্যান্ডারসনের সামনে আজিজুল হক নামের এক শ্রমিক নেতার অফিস দখল করে আঞ্চলিক শ্রমিক দলের অফিস বানানোর অভিযোগ রয়েছে এই মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এছাড়াও বাউল শিল্পীর অফিস প্রকাশ্যে লোকজন নিয়ে রেজা নামের এক বাউল শিল্পী কে তার অফিস বন্ধ করে দিতে হুমকি প্রদান করেন এই মোহাম্মদ আলী।
গত ১৫ই অক্টোবর ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে নুর আলম নামে একজন অভিযোগ দায়ের করেন মোহাম্মদ আলী, মুসলিম সহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে। অভিযোগে নুর আলম উল্লেখ করেন বিবাদী মোহাম্মদ আলী ও মুসলিম এলাকার সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও উশৃংখল প্রকৃতির লোক। বিবাদী আরো উল্লেখ করেন মোহাম্মদ আলী ও মুসলিম পাগলা বাজারে কয়েকটি দোকানপাট ও অফিস দখল সহ নন্দলালপুর এলাকায় বিভিন্ন মিল কারখানায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া বিভিন্নভাবে চাঁদাবাজি ও দখলবাজি করিতেছে।
এ সময় নুর আলম আরো বলেন পাগলা মেরি এন্ডারসনের সামনে দীর্ঘদিন ধরে আমরা একটা শ্রমিক সংগঠন অফিস পরিচালনা করে আসছিতেছি, বিবাদী মোহাম্মদ আলী ও মুসলিম সহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫ই অক্টোবর রাত আটটার দিকে আমাকে উক্ত অফিস ছাড়িয়া দিতে বলে না হয় এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে আমাকে উক্ত অফিস তালা মারিয়া এবং আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেন মোহাম্মদ আলী ও মুসলিম গংরা।
৫ই আগষ্ট আওয়ামীলীগের পতন হওয়ার পর থেকেই মোহাম্মদ আলী এলাকায় লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমে এলাকার প্রকৃত বিএনপি নেতাকর্মীরা তার আচার-আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন মোহাম্মদ আলী নামের কেউ ফতুল্লা শ্রমিক আঞ্চলিক দলে আছে কিনা সেটি আমার জানা নেই।তবে ফতুল্লা থানা শ্রমিক আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে আমরা বাবুল ভাইকে চিনি। শ্রমিক দলের নাম ব্যবহার করে যদি কোন প্রকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিরাজ বলেন নুর আলম নামে একজন অভিযোগ করেছেন আমরা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।