জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট (মঙ্গলবার) ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ পুল থেকে বিজয় র্যালি নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শাহআলম ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ হয়। এরপর সাইনবোর্ড এলাকা থেকে ভূঁইগড় এসবি গার্মেন্টসের সামনে সমাপ্ত হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্ব সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির ব্যানারে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আজকের এই বিজয় র্যালিতে প্রমাণিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যেভাবে বিএনপির নেতা-কর্মীরা আত্মত্যাগ করেছে, তেমনি জনগণ বিএনপির পাশে দাঁড়িয়ে সেই আত্মত্যাগকে স্মরণ করছে। এই বিজয় র্যালি প্রমাণ করে, জনমানুষ যখন ঐক্যবদ্ধ হয় ফ্যাসিবাদ তখন ফিরে আসতে পারে না। বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না।’’
তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকেও আমাদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে। কক্সবাজারে একটি ষড়যন্ত্রের মিটিং হয়েছে। আপনারা দেখবেন দেশের সব জায়গায় ষড়যন্ত্র হচ্ছে।’’
মামুন মাহমুদ বলেন, “আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা মাথায় রাখে না। তারা তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এইদেশে গণতন্ত্র বারবার ফিরে এনেছে এবং আগামী দিনেও ভোটের অধিকার আদায়ের মাধ্যমে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ বিতাড়িত করবে।’’
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, সদস্য ইমাম হোসেন বাদল, ফতুল্লা থানা বিএনপি সভাপতি মো. শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহআলম মানিক, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্য জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, সহ সভাপতি সিফাতুর রহমান , সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।