মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকারীদের শাস্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপিতে ভূমি দস্যুদের জায়গা হবে না : অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে ছাত্র বলাৎকারে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ এত অগ্নিকান্ড, দুঘর্টনা নাকি পরিকল্পিত অরাজকতা  :  ন্যাপ স্বৈরাচারের আমলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আপোষ করেনি : অধ্যাপক মামুন মাহমুদ বিএনপি মাটি ও মানুষের থেকে উঠে আসা নেতাকে মনোনয়ন দিবে : মামুন মাহমুদ রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ সাহেব আলীর সহযোগী নুরনবী অস্ত্রসহ গ্রেফতার সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি ডাকাত সাহেব আলী গ্রেফতার নারায়ণগঞ্জ আদালতে ই-বেল বন্ডের কার্যক্রম শুরু

নর্থ সাউথ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 

আবু কাওছার

রাজধানীর বনানীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিনে শনিবার (৪ অক্টোবর)  দুপুরে নর্থ সাউথ গ্রুপের সহযোগী প্রতিণ্ঠান ” দৈনিক এদিন” পত্রিকার কার্যালয়ে ফিতা কেটে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, ডিএমডি মাহাবুব আলম, সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ৪ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে শনিবার দুপুরে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু।
এসময় আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইউসুফ আলী, ডিএমডি মাহাবুব আলম, সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহ্ফুজুর রহমানসহ নর্থ সাউথ গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাহকরা।

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গ্রাহক ও কর্মকর্তাদের জন্য রাখা হয়েছিল নানান আয়োজন। ছিল মিষ্টিমুখ, কফি আড্ডা, পিঠা উৎসব এবং অতিথি আপ্যায়নের বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য ছিল গেম জোন, আর বড়দের জন্য আয়োজন করা হয় র‍্যাফেল ড্রয়ের, যেখানে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে। এ উৎসব চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত।
নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান ও কর্মকর্তারা জানান, মাত্র চার বছরের পথচলায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নানা সংকট সত্ত্বেও আবাসন খাতে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আগত গ্রাহকরা বলেন, আবাসন খাতে অনেক প্রতিষ্ঠিত কোম্পানির চেয়েও নর্থ সাউথ গ্রুপের সেবা মান ভালো। তাদের বিশ্বাস, ভবিষ্যতে নর্থ সাউথ গ্রুপ আরও বড় অবস্থান তৈরি করবে। অনুষ্ঠানে গ্রাহকরা গ্রুপটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
নর্থ সাউথ গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু উৎসব নয়, বরং চার বছরের সাফল্যের স্বীকৃতি এবং আগামীর পথচলার এক নতুন অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত