সম্রাট আকবরঃ
আওয়ামী লীগের কুচক্রী মহল গাপটি বেঁধে আপনাদের মাঝে এসে আপনাদেরকে নিয়ন্ত্রণ করছে, আপনাদেরকে রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আপনারা যাতে জাতীয়তাবাদী দলের কাজ না করেত পারেন, আমজনতার কাতারে না দাঁড়াতে না পারেন, আমজনতাকে নিয়ন্ত্রণ করতে না পারেন এই জন্য কুচক্রী মহল যড়যন্ত্র করছে। যদি আমজনতার পাশে থাকতে পারেন বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরাও বিশ^াস করি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হলে আমজনতার ভোটের মাধ্যমে যেতে হবে। গণতান্ত্রিক ভাবে যে ভোট হবে সেই ভোটের মাধ্যমে জনাব তারেক রহমান নির্বাচিত হবে এবং মন্ত্রিপরিষদ গঠন করবে ও গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ সরকার গঠন করা হবে। সেই আশা ও প্রত্যাশা আমরা রাখি। শুক্রবার (৪ জুলাই) বিকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচচর এলাকায় জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শিবচর উপজেলা নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান বক্তা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছে, সন্তানরা এ দেশ রক্ষা করবো। যারা গণঅভ্যুত্থান করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আপনারা লক্ষ্য করে দেখবেন তার ভিতরে মুক্তিযোদ্ধার সন্তানরা বেশি ছিল। তার কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের যে রক্ত, সেই রক্ত আন্দোলনের রক্ত। মুক্তিযোদ্ধার সন্তানদের যে রক্ত, সেই রক্ত হলো এই দেশের খেঁটে খাওয়া মানুষের পক্ষে থাকার রক্ত। আপনাদেরকে বলতে চাই মুক্তিযোদ্ধার সন্তানদের দিকে খেয়াল রাখবেন এবং মুক্তিযোদ্ধাদের দিকে খেয়াল রাখবেন আমজনতার পাশে থাকবেন ।
আজমুল হুদা চৌধুরী ইথু সভাপত্বিতে মো. শামীম হাওলার সঞ্চলনায় প্রধান আতিথি ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ন-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, বিশেষ আতিথি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি মো. কালাম ফয়েজী, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ন-সাধারণ সম্পাদক আইবুর রহমান লিখন, মো. আতাহার রহমান আতা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের মাদারীপুর জেলা সাধারণ সম্পাদক মো. ফরিদ উকিল সহ থানা ও উপজেলা নেতাকর্মী উপস্থিত ছিলেন।