ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে বরখাস্ত করা হয়েছে৷
গত ২৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বিদ্যুৎ লাইনের একটি ফিডারে সংরক্ষণ কাজ করতে গিয়ে ৩ শ্রমিক হতাহতের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলাসহ নানাধরণের অনিয়ম দূর্নীতির অভিযোগ থাকায় নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে ৩রা ডিসেম্বর ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করেছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী রাহুলসহ অন্যান্য কর্মকর্তারা৷ ডিপিডিসির ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেওয়া হয়েছে বলে সহকারী প্রকৌশলী রাহুল নিশ্চিত করেছেন৷
উল্লেখ্য গত ২৬ নভেম্বর সকাল ১০ টায় আদমজী ইপিজেডের কাছে বিদ্যুৎ এর ফিডার কাজ করার সময় সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ বিদ্যুৎলাইন চালু হয়ে নজরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত ও দুজন আহত হন৷ ফিডার লাইনের সংরক্ষণ কাজে নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগ এর দায়িত্ব পালনে অবহেলায় এ দূর্ঘটনাটি ঘটে বলে সিদ্ধিরগঞ্জ এর বিদ্যুৎ গ্রাহকদের অভিমত৷ দূর্ঘটনার পর ঘটনাতদন্তে পৃথক ৩ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত রিপোর্ট কি হয়েছে তা ডিপিডিসির সিদ্ধিরগঞ্জের কোন কর্মকর্তা বলতে পারেননি৷