সোমবার, ০৫ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা হারুনের মেয়ের মাদক সেবনের ভিডিও ভাইরাল

তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের সর্ব দক্ষিণ জেলা ভোলা সেতু, মেডিকেল, ভোলা জেলায় গ্যাস সংযোগের দাবিতে গতকাল সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক র‍্যালিতে ভোলা জেলার কৃতি সন্তানরা অংশগ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ও ভোলা জেলার কৃতি সন্তান জামাল হোসেন মানববন্ধনে অংশগ্রহণ করে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোরালো দাবি পেশ করেন। তিনি বলেন, ভোলা জেলাবাসীর গ্যাস ভোলা জেলাবাসিকে আগে দিতে হবে তা না হলে বাংলাদেশের কোথাও ভোলা জেলার গ্যাস পাবেনা। ভোলা জেলাবাসিকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখে ভোলা জেলার সম্পদ সরকার অন্যত্র ব্যবহার করছেন। ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন না হলে ভোলা জেলাবাসি সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভোলার ইলিশ সারাবিশ্বে রপ্তানি হচ্ছে। বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রা অর্জন করে সারাদেশের উন্নয়ন করছে কিন্তু ভোলাবাসীর কোন উন্নয়নের ছোঁয়া পায়নি।

ভোলা জেলাবাসীর সাথে সংহতি প্রকাশ করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল মানববন্ধনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ভোলা জেলায় স্বাধীনতার পর থেকে অনেক এমপি মন্ত্রী ভোলাবাসির ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু তারা ভোলা জেলার জন্য কোন উন্নয়ন করেননি। ভোলাবাসি অবহেলিত, তারা আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত, ভোলা সেতু না থাকায় শিল্প কারখানা গড়ে উঠেনি, ভোলার মানুষ কর্মসংস্থানের অভাবে বিভিন্ন জেলায় কাজ করছে। ভোলাবাসির যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আবেদন করছি। ইনসাবের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি সারফেদ আলী ও শ্রমিক নেতা মোহাম্মদ আলী এবং ঢাকা নারায়ণগঞ্জ জেলায় বসবাসকারী ভোলাবাসি মানববন্ধনে অংশগ্রহণ করে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোরালো দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত