বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পাকিস্তান-ভারত যুদ্ধ কারও জন্য কল্যাণকর নয় : ন্যাপ রূপগঞ্জে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস হবে পুরোপুরি দালাল মুক্ত : নারায়ণগঞ্জ ডিসি সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করছেন যুবদল নেতা সোহাগ মিয়া প্রান্তিক কৃষকের ধান কেটে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদল আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : ন্যাপ বিএনপি নেতা রুবেল মাতবরের মা এবং যুবদল নেতা নূরে আলম প্রধানের পিতার মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা সোমবার ৫মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া তিন দফা দাবিতে ভোলাবাসীর মানববন্ধন ও সমাবেশ আওয়ামীলীগ নেতা আতাহার আলীর নাতি সাগরের বিরুদ্ধে  হামলা ও লুটপাটের অভিযোগ 

জেলা ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকদের হাড়িয়া ক্লাস্টারের পক্ষ থেকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক,শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ও উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিতদের সোনারগাঁ উপজেলার হাড়িয়া ক্লাস্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
১লা অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা রির্সোস সেন্টারে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। হাড়িয়া ক্লাস্টারের এএইউইও মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, বিশেষ অতিথি সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার। এছাড়া হাড়িয়া ক্লাস্টারের ১৮ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি,আর বিলকিস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা পঞ্চবটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন ইসলাম নির্বাচিত হন।

এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হন দিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত