প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৪, ৫:২৭ পি.এম
আদমজী ইপিজেডের সামনে মানববন্ধন
রবিবার (১৮আগষ্ট) সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কাস্টমস কর্মকর্তা এ কে এম এনামুল হক ও বেপজার ইডি মাহবুব আহমেদ সিদ্দিকের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন ইপিজেড এর ব্যবসায়ীরা ।
মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক সাজেদা চৌধুরীর লোক আবু হানিফ হৃদয় ঢাকা মহানগর যুবলীগের নেতা। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার সমন্বয়ে ইউনেস্কো বিডি নামক একটি প্রতিষ্ঠানের জুট ও অন্যান্য মালামাল বের করেন। জুটের সাথে অ-অনুমোদিত অতিরিক্ত মালামাল আদমজী ইপিজেডের কাস্টমস কর্মকর্তা এ কে এম এনামুল হক ও বেপজার ইডি মাহবুব আহমেদ সিদ্দিকের সহযোগিতায় বের করেন। গত ১৩/০৮/২৪ ইং তারিখে ১৫ ট্রাক মালামাল বের করার সময় তিনটি ট্রাকে মোট ৪৫০০ কেজি মালামাল থাকার কথা থাকলেও তিনটি ট্রাকে করে প্রায় ৩০ টন মালামাল বের করার চেষ্টা করলে লোকজন তা আটক করে কাস্টমস এবং আদমজী ইপিজেডের কর্মকর্তাদের জানায়। কাস্টমস ও ইপিজেডের কর্মকর্তারা অতিরিক্ত মালামাল এর কিছু অংশ নামিয়ে গত ১৫/০৮/২৪ ইং তারিখে মালামাল ভর্তি ট্রাকগুলো ছেড়ে দেন। তারা আরও বলেন, ইপিজেড কর্তৃপক্ষ মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাদেরকে সহযোগিতা করেন। আমরা সঠিকভাবে সরকারের রাজস্ব প্রদান করেও আওয়ামী লীগের দোসরদের জন্য ইপিজেডে ব্যবসা করতে পারিনি। এসব অনৈতিক কর্মকান্ডে কাস্টমস কর্মকর্তা একে এম এনামুল হক ও ইডি মাহবুব আহমেদ সিদ্দিক দীর্ঘদিন জড়িত। তাই তাদের দুজনের অপসারণ দাবি করছি। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করলে কাস্টমস ও বেপজা অফিস ঘেরাও করা হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইয়াকুব, কামাল, আব্দুর রব, আমির হোসেন, মনির, রিপন, কামরুজ্জামান, আনোয়ার, রাশেদুল ইসলাম প্রমূখ।
অভিযোগের বিষয়ে জানতে কাস্টমস কর্মকর্তা এ কে এম এনামুল হকের অফিসে গেলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান এবং
বেপজার ইডি মাহবুব আহমেদ সিদ্দিকের অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত